Sunday, January 27, 2019

পাখির গ্রীষ্মকালীন পরিচর্যা

পাখির গ্রীষ্মকালীন পরিচর্যা নিতে বা গরমে পাখি সুস্থ রাখতে এবং হিটস্ট্রোক থেকে রক্ষা করতে করণীয় –
১| গরমকালে প্রতিদিন বা একদিন পর পর পাখিদের গোসল এর বাবস্থা রাখতে হবে . পাখিরা যেন ঠিকমত বসতে পারে এমন একটা মাটির বা প্লাস্টিক এর পাত্রে গোসলের পানি দিন|
২। পাখি নিজে থেকে গোসল না করলে হালকা করে স্প্রে করে দিন, খেয়াল রখবেন যেন কানে, নাকে, চোখে না যায়|
৩। মাসে ২-৩ দিন নিমপাতা সিদ্ধ পানি দিন গোসলের জন্য, যাতে পাখির শরীরে জীবানু সংক্রমণ না হয়|
৪। sunglasses emoticon গোসলের পানি দেয়ার সময় সকাল ১০ টা- ১২ টার মধ্যে হতে হবে যাতে পাখির ঠান্ডা না লাগে। পাখির গোসল হয়ে যাবার পর পর পানি সরিয়ে ফেলবেন|
৫। খাচা / এভিয়ারী যেন অতিরিক্ত গরম হয়ে না যায় সেইজন্ন্ন খাচা / এভিয়ারী এর বাইরে এক্ষ্হৌস্ত ফ্যান এর ব্যবস্থা করুন (নরমাল ফান না ). যদি গরম অনেক বেশি হয় এবং পাখির সংখ্যা অনেক বেশি হয় তবে একটা বড় মাটি/ স্টিল/অ্যালুমিনিয়াম এর পাত্রে পানি রেখে তার সামনে টেবিল ফান ছেড়ে দিন – বাতাস ঠান্ডা হবে এবং গরমের শুষ্কতা কমে যাবে।
৬। অনেক গুলা পানির পত্র দিতে হবে এবং পানি সকালে এবং বিকালে বদলে দিতে হবে। রাতে অবশ্যই খাচায় ফ্রেশ পানি দিয়ে রাখতে হবে|
৭। স্যালাইন /গ্লুকোস /ইলেক্ট্রোলাইট /অন্যান্য কেমিকাল- বেসড সাপ্লিমেন্ট এর পরিবর্তে ডাবের পানি / এলোভেরা সল্যুশন দিন – অনেক ভালো রেসাল্ট পাবেন| এলোভেরা সল্যুশন /ঘৃতকুমারীর দ্রবনঃ ১ চামচ ঘৃতকুমারী এর নরম শাস চটকে নিয়ে ১ কাপ / ২৫০ মিলি পানিতে ৬-৭ ফোটা লেবুর রস ও ১/২ চা চামচ খাটি মধু মিশিয়ে দ্রবণ তৈরী করুন | এই দ্রবণটি পরিষ্কার পানির পাত্রে পাখিকে খেতে দিন। এটি ৬ ঘণ্টা পর্যন্ত পাখির খাঁচায় রাখা যাবে।
৮। বেশি গরমে অথবা ১ দিন পর পর অল্প কিচ্ছু শসা গোল করে কেটে পার্চ এর সাইড এ খাচার গ্রিল এর ফাকে গুজে দিন ।
৯। প্রতিদিন ১ টা শাক , ১ টা সবুজ সবজি, সপ্তাহে ২-৩ দিন মৌসুমী ফল এবং এলো ভেরা জেল এর টুকরা দিন । শাক/ লেটুস পাতা /অন্যান্য পাতা পানি সহ দিবেন কারণ অনেক পাখি ভেজা শাকে গড়াগড়ি করে গোসল করতে পছন্দ করে, এটা তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়ক।
১০। তৈলাক্ত বীজ – সূর্যমুখী, তিল, সরিষা এর পরিমান কমিয়ে দিন|

No comments:

Post a Comment

কোয়েল পালন সম্পর্কিতপ্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ  কোয়েল কত দিনে ডিম দেয় ? উত্তরঃ  কোয়েল পাখি সাধারনত ৪৫ দিন বয়স থেকে ডিম দিতে শুরু করে । তবে বাস্তবে প্রায় ৫৫ - ৬০ দিন সময় লেগে ...